মা

অন্ধকারে অবিরল এই ট্রেন চ’লে
হাজার হাজার মাইল পথ শেষ হ’লে
মা যে কত দূরে রবে- রবে কত পিছে
মা যে এই শীত রাতে- আকাশের নীচে
একখানা লাঠি ভর দিয়ে শুধু হাঁটে
এত নদী ঝোপ বন অন্ধকারে যান
কোথায় মা রবে তুমি
চাই যদি আবার তোমারে
তোমারে খুঁজিতে হবে- এই ঝোপ- মাঠ- অন্ধকারে।