মাধুরী সেন

এক সারি হরিতকী-গাছের পিছনে
মানুষের এ-মৃত্তিকা নাই
সেইখানে ঘাস আছে- জ্যোৎস্না আছে
কয়েকটা মধুর চড়াই

কাঁঠালিচাঁপার ঝোপে আছে
শজারুরা সুড়ঙ্গের অন্ধকার থেকে
ধূসর জ্যোৎস্নার কোলে উঠে আসে
এক জন দেখে শুধু, দেখে না অনেকে

ছোট-ছোট শজারুর সেই ছবি- সেই শস্য
জ্যোৎস্না আর খদিরের ছায়া অবিরাম
সেখানে মাধুরী সেন একা থাকে
জানে না মাধুরী সেন যেন তার নাম।