মানুষ চারিয়ে

‘হাজার বছর গেল নিজের মনের ছকে মানুষ চারিয়ে।
গাছের পাতার ফাঁকে উড়ে গেছে বলা যেত যদি
জ্যোৎস্নার প্রান্তরে তারা ঘোড়ার মতন যদি অনেক শিশির, ঘাস খেত
পরির চুলের মতো লেজ দিয়ে মাছি মশা এঁটিলি তাড়িয়ে
তবে এই শতাব্দীর অগণন সূর্য অস্ত গেলে
গণিকা, অধ্যক্ষ, ভাঁড়, ব্যাঙ্কার চুঁইয়ে যে-ডিভিডেন্ড পেত
সে-সব আঙুলে গুনে চুমো দিয়ে ঢেলে দেওয়া যেত।’
ভিখিরিরা মিশে গেল অন্ধকারে এই কথা ব’লে।