মানুষ-যে-শুয়ে-থাকে

মানুষ-যে-শুয়ে-থাকে হলুদ পাতার চেয়ে ঢের বেশি বাসি
যারে মৃত্যু বল তুমি;- সে যেন পার্থিব জ্যোৎস্না রাখিয়াছে ধ’রে
দেয়ালের ঐ পারে কোনও এক অজানিত অনুভবে ভ’রে
অনেক মানুষ ম’রে গেছে ব’লে দীর্ঘ তরুদের নিচে- ঘাসে ভালোবাসি
নির্জন জ্যোৎস্নার রং- কালো-কালো পল্লবের ভিড়
গাছের ছালের ঘ্রাণ- বিস্ফুরিত কুয়াশার কণা
পেঁচা’র দু’ ঠোঁট থেকে;- আমার হৃদয় থেকে আরও সম্ভাবনা
পেয়ে যাব;- যখন এ-পৃথিবীতে হব আমি আরও ঢের ধূসর- স্থবির।