মানুষ শুধু অন্নে কি আর বাঁচে!
তোমায় ভালোবেসেছি- ব’লে এই পৃথিবীর দিন হীরের মতো উজ্জ্বলতায় তেমনই কঠিন
হ’য়ে আছে- তুমি কোথায়? এই জীবনের কাছে টুকরো হ’য়ে গেল কত হাজার কাচে-কাচে।
মানুষ শুধু অন্নে কি আর বাঁচে!
তোমায় ভালোবেসেছি- ব’লে এই পৃথিবীর দিন হীরের মতো উজ্জ্বলতায় তেমনই কঠিন
হ’য়ে আছে- তুমি কোথায়? এই জীবনের কাছে টুকরো হ’য়ে গেল কত হাজার কাচে-কাচে।