মানুষের ইতিহাসে

মানুষের ইতিহাসে এসে জাগে বৃষ, মেষে ঘুরে সূর্য
বুঝেছে সকাম প্রাতঃকাল সিংহ, কন্যা, কর্কটের কূলে
একটি গাছের মতো শব্দহীন সোনালি প্রান্তরে
ফাঁসির-দড়ির থেকে মৃত মানুষের মতো বিকেলের ঘরে
ফিরে এসে গোধূলির টেবিলের ‘পরে শুয়ে রবে।