(একজন ইউরোপীয় খ্রিস্টান বন্ধুকে: যুদ্ধমৃতদেহ অন্তহীন ক্রমায়িত মাঠের পথে)
পৃথিবীর বধির ভেড়ার পালে অপরাহ্নে খৃষ্ট এখনও
কিছু কিছু দিতে থুতে চায়
তবুও বেশির ভাগ সময় সে ছখানা দেদীপ্যমান কাঠে
প্রয়োজন হ’লেই মানায়
১৯৪০-এর বছর কা’রে সেই কাঠ
হয়ে গেছে সোনা রূপা পূর্ণ আলবাষ্টারের ক্রুশ
জেনে নিয়ে নিজের নারীর মতো মনে ভেবে তার দিকে অগ্রসর হ’লে
তবুও সে পরকীয়া ভাবে সুপুরুষ।