মানুষের কবেকার অপলক সরলতা

মানুষের কবেকার অপলক সরলতা আজ
নষ্ট হয়ে গেছে ব’লে মৃত বই ছবি আলো জিনিসের সারি
হৃদয়ে বহন ক’রে সচকিত সার্থবাহদের
পৃথিবী ও পৃথিবীর লক্ষ্যে দরকারি
অনেক নতুন জ্ঞান সহিষ্ণুতা অগ্নির বলয়
স্বভাবে সফল ক’রে তোমার মতন নারী হয়।

আমার চোখের দিকে চেয়ে আধো-ইতস্তত মনের গরজে
কি এক অতল হ্রদের সীমা খোঁজে
কলকাতার বিকেলের নিভন্ত আলোকে
মনে হয় সে হ্রদের তলদেশ যেন তার চোখে।
তবু সে আমার নয়, অপরের, জেনে তার নেই সন্তাপ
এমনই সচ্ছল এই পৃথিবীতে উৎসারিত সূর্যের পাপ।