মিটিঙের শেষে

হে বন্ধু, মঞ্চের ‘পরে দাঁড়ায়ে বিকেলে
তোমার অনেক কথা অণোরণীয়ান
মনে হল, চারি-দিকে ক্রমেই যখন
আঁধার ঘনাল এসে- মিনারের পিছে
সূর্য অস্তে চ’লে গেলে- অকৃত্রিমতায়
রয়ে গেল তুমি আমি- মাইক্রোফোন- আলো
সমস্ত উদ্যত ভিড় নিঃশব্দ লোষ্ট্রের
অসংখ্য সমষ্টি লয়ে অবিকল পাহাড়ের মতো
উচ্চারিত হয়ে গেল- অন্য পাহাড়ের
মুখোমুখি ধরা প’ড়ে- নক্ষত্রবিহীন
ব্রহ্মাণ্ডের শেষ অন্ধকারে দুই জন-
দুইটি পাহাড়- তবু কী রকম- তাহা
তারা জানে- নিরীশ্বরতাকে, আমি আমাদের জানি।