মির্চিল সাহেবের উক্তি

বহু শতাব্দীর শেষে সময়ের পারে এসে আজ
একটি সরল রেখা যদি আমি টানি
সকল অমিত কাল অধিকার ক’রে
তবুও তা গোলাকার হয়ে যাবে জানি

তবুও অতীত থেকে কোথাও প্রভেদ রয়ে গেছে আমাদের
হোমার ইনফার্নো হেল কুম্ভীপাক কল্পাষ নরক
পোড়ায়েছে ঢের ডানপিটে পাপী মূল্যবান তেলের আগুনে
নরকের আলোককে অপরূপ চাঁদনির চক

ব’লে মনে হত ব’লে সেখানে এসেছে আজ বিহিত সংযম
সর্বদাই মার্ক্স পাই, কদাচিৎ সমার্সেট মম।