মধ্যআশ্বিন

অনেক মৃত পাখির নিঃশব্দ আত্মা যেন বিকেলের আকাশে
সাদা মেঘের মতো ছড়িয়ে রয়েছে;
তাকিয়ে দেখছে মধ্যআশ্বিন।

কোনও পৃথিবীর নীড়
কোনও দাম্পত্যের ব্যবহার
কোনও মৃত্তিকার আনন্দের কথা
অন্ধকারে মিলিয়ে গিয়ে উছলে ওঠে আবার
সাদা-সাদা মেঘের মতো বিকেলের নীলিমায়।
(তাকিয়ে দেখছে মধ্যআশ্বিন।)