মধ্যরাতের প্রাসাদে

কোনও এক মধ্যরাতের প্রাসাদে
মহনীয় মৃতের শবকে ঘিরে
সাদা-সাদা উঁচু-উঁচু মোমের শিখা জ্বলছে যেন
তাদের বিমর্ষ ছায়ার বিস্তৃতির ভিতর কেউ নেই কোথাও
বেবিলন জন্মে নি
কার এই শবের ইন্দ্রজাল?
পৃথিবীর জন্মের আগে মানুষের মৃত্যুর এই রূপ?
আজও যখন প্রেম আসে হৃদয়ে
সাদা দীর্ঘ মোমের সুদূর পায়চারি শুনতে পাই
জনমানুষহীন আকাশের কিনারে

(তুমি যদি সেই মোম হতে, সখি
আমি হতাম অসীম মানবহীনতা
এই পৃথিবীর সূর্যকে কোনও দিন পেতাম না যদি আর!)

আমরাও যদি সেই মোম হতে পারতাম, সখি,
পৃথিবীর সূর্যকে কোনও দিন চাইতাম না যদি আর
(সমস্ত আলেকজান্দ্রিয়ার লাইব্রেরি ফেলে)
(তা হলে তক্ষশীলার সমস্ত পাণ্ডুলিপি-সাম্রাজ্য ফেলে)
তোমার ছায়ার তলে
মনোহীন মৃত্যুর আস্বাদ হয়ে থাকতাম আমি।