মহাইতিহাস

জীবনে কখনও প্রেম হয়েছিল বুঝি;
দূরে কাছে মানুষের সঙ্গে সদ্ভাব
হয়েছিল কোনও এক ভোরের আলোয়,
মন স্থীর ক’রে কিছু জ্ঞান সত্য লাভ।
সে সব স্বস্তির দিন আজ
গ্রাস করে সংসার সমাজ
বিকেলের অন্ধকারে ক্ষয়
পায়- তবুও হৃদয় উন্মুখ মনে হয়।
সে সব মানুষ নারী নদী চিহ্ন সুর
এখন কোথাও নেই আর;
চারি দিকে কোলাহল ভেদ ক’রে ম্লান স্তম্ভ এক
দাঁড়িয়ে রয়েছে শূন্যতার।

আমিও এ নৈস্ফল্যের অন্ধ একজন
নির্মাতার দূষণীয় শক্তির মতন
এ যুগের পরিণামবহনের পথে
সত্য পাব ভাবি খণ্ড সত্যের জগতে।

আঁধার দেখেছি, তবু আছে অন্য বড়ো অন্ধকার;
মৃত্যু জেনেছি, তবু অন্য সম্মুখীন মৃত্যু আছে;
পেছনের আগাগোড়া ইতিহাস র’য়ে গেছে, তবু
যেই মহাইতিহাস এখনও আসে নি- তার কাছে
কাহিনীর অন্য অর্থ, সমুদ্রের অন্য সুর, অন্য আলোড়ন
হৃদয় ও বিষয়ের; মন এক অন্য দীপ্ত মন।

ক্রান্তি । আশ্বিন ১৩৬১