মহাযুদ্ধ শেষ হয়ে গেছে

মহাযুদ্ধ শেষ হ’য়ে গেছে-
তবুও রয়েছে মহাসমরের তিমির
আমাদের আকাশ আলো সমাজ আত্মা আচ্ছন্ন ক’রে।
প্রতিনিয়তই অনুভব ক’রে নিতে হয় আলো: অন্ধকার,
আকাশ: শূন্যতা, সমাজ: অঙ্গার,
জীবন: মৃত্যু, প্রেম: রক্তঝর্না;- জ্ঞান।
এই সবের অপরিমেয় শববাহন শুধু, নিজেকেও বহন করছে।

এসো রাত্রি, আলোর সহোদরা তুমি,
মুমূর্ষ আলোর ভীষণতাকে তোমার শান্তি-নিঃশব্দতার ভিতর গ্রহণ করবার জন্য
শোনো পৃথিবী, এই রাত্রির শীত, সফল বিসরণ;
এসো মৃত্যু, রাত্রির সহোদরা তুমি,
সময়ের এই অসৎ স্বাক্ষরিত অস্পষ্টতাকে নিঃশেষ করবার জন্যে।
যে আদি আচ্ছন্নতার থেকে এসেছিলো-
মিশে যাক সে অনাদির বাষ্পলোকে;
যে জীবন নয় সে মৃত্যুর নিস্তব্ধ অন্ধকারে
নির্মম পবিত্রতায় লীন হোক, নিত্য হোক, অনিমেষ হ’য়ে উঠুক;
হে জীবন, এইসব ভীষণতা অনুভব করে
সূর্য নক্ষত্র কল্যাণে উৎসারিত জলস্ফুলিঙ্গ হ’য়ে ওঠো তুমি;
ওপরের সেতু হও,
সেতুলোকে মানব-
সাহস, আলোক, প্রেমপ্রতিভা, প্রাণ।

[দেশ। শারদীয় ১৩৬২]