মহানুভব আলোর ভিতরে

আমাদের জন্ম, মৃত্যু, মৈথুনের সামাজিকতায়
হয়ে আছি সাড়ে-তিন হাত শুধু গড়ে
হেমন্তের হলুদ ফসল তবু আমাদের হাতে
জেগেছে মহানুভব আলোর ভিতরে

আমাদের খেতের ভিতরে এক পৃথিবীর সোনা
ভিড় ক’রে যায় তবু এক পৃথিবীর মতো খেদ
আমাদের মৃত পিতামহদের চোখে
আমাদের প্রাণে অন্য নতুন উদ্বেগ

মানুষের যত ক্ষুধা তার চেয়ে ঢের বেশি হলুদ ফসল
পরিত্যক্ত হয়ে আছে- দূর থেকে জনরব এসে
এদের না তুলে নিলে হাড়গোড় হয়ে প’ড়ে রবে
আমরা গভীর হাওয়া পান ক’রে গিয়েছি বস্তুর থেকে ফেঁসে।