মহাত্মা

আলোর মতন ব্যাপ্ত অন্তরাত্মা নিয়ে
বিশ্বের অগ্নির উৎস থেকে
মাঝে-মাঝে একজন অবিস্মরণীয়
কল্যাণকৃতের জন্ম হয়;
অমর সে নয়- কোনো অন্তহীন অমেয় সময়
তার হাতে নেই;- তবু মৃত্যু এসে চোখে
চুম্বন দেবার আগে সবচেয়ে সাত্ত্বিক আলোকে
আমাদের এই অন্ধ ক্লান্ত শতাব্দীকে
স্নিগ্ধ করে চলে গেছে সেই যুবা প্রৌঢ় ও স্থবির;
বলেছে: মানুষ সত্য, তবু সত্য মানুষের চেয়েও গভীর।

[একক। জ্যৈষ্ঠ ১৩৫৫]