মোমবাতি নিভে যাবে

মোমবাতি নিভে যাবে তোমাদের
দেখেছি প্রদীপ আমি ঢের
সলিতার উদ্গীরিত উজ্জ্বলতা নিয়ে
পরিচিত গণিতের মতো
সমারূঢ় শৃঙ্খলায়
প্রেমিকেরে করেছে আহত

তবু এক আভা আছে পৃথিবীতে
দেখা যায় হেমন্তের শীতে
ধূসর কোন এক পথ পাড়াগাঁ’র
নিভে যায় কয়েকটা দূর হিম মেঘের মতন
অরণ্যের নারী-মুখ মুদে থাকে কুয়াশায়
নদীদের দীর্ঘ থামে নড়ে না ক’ কোনও আলোড়ন।