মনে হয় যেন জ্যোতি

মনে হয় যেন জ্যোতি আকাশের হৃদয়ের শেষতম কথা
এমন নিবিড় ভোরে,- পৃথিবীতে কত-কত বীর এসে মহান গৌরব
রেখে গেছে,- তার পর দানবেরা অন্ধকার ধুলো ক’রে দিয়ে গেছে সব
মানুষের ইতিহাস ছেড়ে দিয়ে আকাশের মুখে কোনও ম্লান বিফলতা
দেখি না ক’,- সে যেন সাম্রাজ্য ভেঙে- নবতম বহ্নির প্রয়াস
নতুন স্তম্ভের তরে- হয়তো মানুষ নিয়ে নয় আর তবে
পাখিদের ডেকে নিয়ে তার কাছে প্রেম দেবে- ইন্দ্রজাল দেবে
সুবৰ্ণ হাতুড়ি নিয়ে এক দিন মানুষ যা করেছে প্রকাশ
সেই সব স্নিগ্ধ মূর্তি জাফরান মেঘ তার গ্যালারির এক পাশে রেখে
মুগ্ধ হয়ে চেয়ে থাকে- আকাশের ইন্দ্রধনু-বর্ণলিপি বোঝে
তবুও ব্যথিত নিচে অন্ধকারে মৃত্তিকার কৃমি আজ খোঁজে
যদিও নীলিমা ক্রমে স’রে যায় শেষ বার মানবের নাম ধ’রে ডেকে-