মনে হয় অনেক সময়

মনে হয় অনেক সময়
আবার তোমাকে খুঁজে বার করি পৃথিবীর থেকে
অনভিজ্ঞ পথিক যেমন এক
উচ্চতম পাহাড়ের পায়ের নিকটে
নীরবে দাঁড়ায়ে থেকে সমস্ত বিকেলবেলা ধ’রে
সন্দিহান হয়ে ভাবে কী ক’রে নগণ্য হাত
কূল পাবে এ-রকম মূঢ়, উঁচু পাহাড়ের
আমাদের সকলের নিজেদের জিনিসের মতো সূর্য, মেঘ
যদিও দাঁড়ায়ে গিয়ে খেলা করে অইখানে আরও এক সাধারণ
সামান্য আবেগে; তবু ঐ পাহাড়ের স্বাভাবিক সুদূরদর্শিতা
নিচে কোনও জানুচারী নিরীহ জীবের কাছ থেকে
কী ক’রে সাহায্য পাবে?- যদিও সকলই শান্ত, অবহিত-
সাধারণ ধারণার মতো আলো, বায়ু, হাত, নীরবতা চারি-দিকে।