মৎস্যদের গান

যখন সময় ক্রমে রূপ ধরে ধীবরের জালের মতন
আমাদের হৃদয়ের কাছে এসে- তবুও চিনি না সেই জাল
এক বার জীবনকে মনে হয় অন্য পরিপ্রেক্ষিতের মতো উসকানো কপাল;
সর্ষের বীজে তবু পুনরায় সঙ্কুচিত হয়ে থাকে মন
এতটুকু লঘু কালো রেখা ফেলে করে শিহরণ
জলের উপরে যদি বাতাসের মতো অবয়ব
লুপ্ত মাছদের কথা মনে হয়- কী ক’রে বিমর্ষ হল সব

তবুও অনেক জল ভেসে এসে আমাদের শল্কের ‘পরে
মলিন জলের উল্কি ধুয়ে ফেলে অনর্গল জলের নির্ঝরে।