মৃত এক চড়ুই

কিছু নয়… মৃত এক চড়ুই কেবল
পালকে কেবল তার শিশিরের জল
রয়েছে ঘুমিয়ে নীড়ে চড়ুইয়ের দল
আকাশে নক্ষত্রেরা শান্ত অবিরল
কাঠ নয়- এক দলা তুলো-যে কোমল
যেন ছোট শিশুদের খেলিবার বল
এক দিন এই বল কত জল স্থল
উড়ে-উড়ে বেরিয়েছে আনন্দে সকল
নলখাগড়ার বনে নড়ে না-কি নল
হয়তো শেয়াল এসে দিচ্ছে টহল
(না- না- এই) পাখিটাকে কোলে ক’রে চল
যেখানে খুকির চোখ করে ছলছল
মা-মরা খুকির ছোট শাড়ির আঁচল
সান্ত্বনায় কয়েকটা লাল বটফল
জড়িয়ে ঘুমিয়ে আছে- সেইখানে চল।