মৃত কুকুর

কোথায় কুকুর যেন দেখিয়াছি- আজ নয়
ম’রে প’ড়ে আছে- তাই ভয়
পঁচা গন্ধ বার হবে- যেন- মনে হয়

তবুও এড়াতে গিয়ে দেখেছি তাকায়ে
বাদামি রঙের ছোপ খানিকটা পায়ে
স্তনের উপর পেট সাদা হয়ে রয়েছে ছড়ায়ে

জুঁইয়ের মতন সাদা- বৈদিক ঋষিদের দাড়ির মতন
গভীর মেঘের রঙে ভ’রে ফেলে মন
কার্তিকের রৌদ্রে নীল আকাশ এখন

যেন এই সাদা পেট মেঘ হয়ে যাবে
যোজনের পরে দূর নীলিমার যোজনে গড়াবে
মাছি কেন- মাটি কেন- তাহারে আঁধার কেন খাবে?

ধবল রঙের পরে আবার বাদামি ঢেউ এনে
হৃদয়ের গাঢ় রসে কে যেন গিয়েছে তুলি টেনে
এক পাল শকুনের ভিড়ে সব শেষ হয় জেনে

দু’-এক মুহূর্ত সেই হৃদয়ের নিকটে দাঁড়ায়ে
তার পর চ’লে যাই অশ্লীল দুই পা বাড়ায়ে
ট্রামের চাকায় মিতভাষিণীর মূঢ়তা মাড়ায়ে।