মৃত্তিকার তরঙ্গের দিকে

এক বার মৃত্তিকার তরঙ্গের দিকে তুমি চেয়ে দেখ
এক বার আকাশের আসা-যাওয়া-পথ-স্নিগ্ধ বাদুড়ের দিকে
এই সব যত দিন র’য়ে গেছে
রক্তাক্ত উদ্যমে কেন- দূর্নিবার রৌদ্রের অলীকে

ব্যথা পাও;- সিফিলিস- কুষ্ঠ- ক্ষয়- বস্তির মজুর
মাংসের- হৃদয়ের যত কাম- যত রক্ত আছে
তোমরা চলিয়া এসো… কিন্তু আমি তোমাদের ডাকিব না কাছে আর
হয়তো সৃষ্টিই কল রগড়ায় অন্য এক রহস্যের- তোমাদের কাছে

থেকে-থেকে পথে-পথে যে-রহস্য বুঝিয়াছি আমিও গহ্বরে
তার পর পাখি-স্নিগ্ধ ডিম-স্নিগ্ধ হেমন্তের রাত
অনেক সবুজ পাতা বাতাসের আঁকাবাঁকা আভার ভিতরে
মনে হয় পুঁজ নাই- নাই আর রহস্যের কৃমির আঘাত।

কিন্তু তবু তোমাদের পথ তবু তোমাদের পথ
(তোমাদের সমাধান) হয়তো-বা প্রশ্ন আমি- তোমাদের সমাধান গাঢ়
নক্ষত্রের গুহা থেকে সান্ত্বনার রাত আসে যতখানি
নরকের বুক থেকে অশ্লীল বেদনা আসে আরও!