মৃত্যু

হাড়ের ভিতর দিয়ে যারা শীত বোধ করে
মাঘ-রাতে;- তাহারা দুপুরে ব’সে শহরের গ্রীলে
মৃত্যু অনুভব করে আরও গাঢ়- পীন।
রূপসীও মরণকে চেনে
মুকুরের অই পিঠে- পারদের মতো যেন
নিরুত্তর হয়ে আছে। অথবা উড্ডীন
এক-আধটি দৈত্যাকৃতি দেখা যায়
জনতারে চালাতেছে বিকালের বিরাট সভায়;
নিদারুণ বিশ্বাসের মতো যেন স্থির;
মৃত্যু নাই- জানে তারা;- তবুও তাদের মুখ
চকিত আলোয় পূর্ণ ফটোগ্রাফ থেকে
উঠে এসে ভীত হয়
নিজেদের গ্লানিহীন পরিণতি দেখে।