মৃত্যু আর মাছরাঙা

মৃত্যু আর মাছরাঙা ঝিলমিল পৃথিবীর বুকের ভিতরে
চারিদিকে রক্ত ঋণ গ্লানি ধ্বংসকীট নড়ে-চড়ে।
তবুও শিশির সূর্য নক্ষত্র নিবিড় ঘাস নদী নারী আছে;
হারিয়ে যেতেছে প্রায় আজ।
মানুষের সাথে মানুষের প্রিয়তর পরিচয়
নেই-নেই আর;
আলো আছে তবুও- আলোয় ভ’রে রয়েছে অনন্ত অন্ধকার।

ময়ূখ। আশ্বিন ১৩৬০