মৃত্যু অনেক দূরে

যে-দিন সন্ধ্যায় পলাশের বনে হিঙুল মেঘের আলোয় কোকিলের ডাক শুনেছি
সে-দিনই বুঝেছি আমার মৃত্যু অনেক দূরে;
অনেক শতাব্দী ধ’রে
এই পৃথিবীর পথে হাঁটতে হবে;
আবার মুখের রূপ দেখতে হবে
নারীর মুখের রূপ (আবার)
হিজলের বনের সবুজ অন্ধকারে
বেদনা পেয়ে ঘুরতে হবে
বুঝেছি ভোরের আলোর অকপট আনন্দ
শিশুর হাসি
গৃহের উৎসব
ধুলো ও ভিড়ের উদ্যম, কলরব,
ঈশ্বরের নিকট সহজ নিবেদন, সরল মৃত্যু
আমার জন্য নয়
যে-দিন পলাশের বনে সন্ধ্যায় হিঙুল মেঘের আলোয়
কোকিলের ডাক শুনেছি
সে-দিনই বুঝেছি আমার মৃত্যু অনেক দূরে।

পৃথিবীর স্বচ্ছ ঘুমন্ত হৃদয়কে, হে পাখি,
মাঝরাতের নিরুদ্দেশ হাওয়ার মতো তুমি আঘাত ক’রে যাও
আঘাত ক’রে কোথায় হারিয়ে যাও
তার পর ঘুম হয় না
মৃত্যুর শান্তি-নীরবতা তার জন্য আর নয়।