মৃত্যুকে ভালো লাগে

হরিদাস ঘোষ পোস্ট-অফিসের কেরানী
বল্লে আমাকে এসে: মেসের চার-তলার চিলেকোঠায় ব’সে:
ভাবছিলাম আমাদের মতো হাতে-পায়ে জড়ানো বিপন্ন লোকদের
মরাই ভালো
মরাই দরকার…
এমন সময় হঠাৎ শাঁখ বেজে উঠল চারি-দিকে
দালানের ভিতসুদ্ধু কেঁপে উঠছে
…ভূমিকম্প
নেহাৎ কম ভূমিকম্প নয়!
প্রাণ শুকিয়ে গিয়েছিল- মেসের ফোঁপরা দালানটা
হুড়মুড় ক’রে ভেঙে পড়লে কী করতাম!

মৃত্যুকে ভালো লাগে বটে
কিন্তু নক্ষত্রের তলে- শান্ত রাতে
যখন মরবার কোনও সম্ভাবনা নেই
যখন জীবনকে ভালোবাসা উচিত
কিন্তু আমরা হাঁসফাঁসের ভিতর- গুমোটের মধ্যে
মারীমড়ক যুদ্ধের হাহাকারের ভিতর
জীবনকে ভালোবাসি-

নিতান্ত মাংসকে ভালোবাসি আমরা
জীবনকে নিতান্ত মাংস মনে করি।