মৃত্যুসাগর সরিয়ে

মৃত্যুসাগর সরিয়ে শূন্যে বেঁচে আছি, তোমায় ধন্যবাদ।
হে হেমন্ত, মাছি ফড়িঙ রোদের ভিতর দেয়ালি পোকা উড়িয়ে দিয়ে তুমি
এ-ওড়া যে আবছা ক্ষণিক, মানুষের সেই কথা ভাবিয়েছো।
ইতিহাসের অনেক স্তরেই মৃত্যু মরুভূমি
র’য়ে গেলেও মানুষ বিশাল বয়ঃপ্রাপ্ত অন্ধকারে আজ,
নিজের প্রাণশক্তি সর্বস্বান্ত ক’রে আলো
যেমন চাইছে সময়- মানবমনে সূর্য কেবলই ক্ষয় হ’য়ে
তবুও নিখিল প্রাণের বৃক্ষ স্নিগ্ধ করে আলো।
পাখি পতঙ্গ জল
খেলছে যে যার সেই সবেরই অবোধ অসীম কালো।

প্রাঙ্গণ। বৈশাখ ১৩৬১