নারীসূর্য

আমি ওই সমুদ্রের যুবনারীদের সাথে কোনও এক দিন
কোথাও ছিলাম ব’লে মনে পড়ে- ট্রিপলি, ইটালি, গ্রীস, সিন্ধু মালাবারে
তবুও সময়ে ঢের বেড়ে গিয়ে মানুষের ক্লান্তিহীন জন্মমরণের
গণনার দাঁড়ি টেনে যুগ যুগ- বিচিত্র মূল্যের পথে দাঁড়িয়েছি আজ।
জানি না তুমিও কেউ সেই দীপ্ত দূর উদয়ের
সাগরের পার থেকে আমার নিকটে এসে দাঁড়ায়েছ কি না।
নারী আছে- সে অনুরাধাপুরের যদি হয়ে যেত তবে
হয়ে যেত- তবুও নারীরা আজ ইতিহাসভণিতার থেকে
ক্লান্তি নিয়ে কাছে আসে- দূরে যায়- কৃতী ইতিহাসপ্রতিভার
নিকটে কাহারও ঋণ নেই আজ- নারীসূর্য নেই।