নিজেরে অনেক ভেবে

নিজেরে অনেক ভেবে
দুই-গাল ভেঙে গেছে তার!
দুই-হাত রোগা হ’য়ে রোগীর খাবার
মুখে তুলে লয়,
-ছায়া ছাড়া আর কিছু নয়!

নিজেরে অনেক ভেবে দুই-গাল ভেঙে গেছে তার!
দুই-হাত রোগা হ’য়ে ন’ড়ে ওঠে বিকালবেলার
অন্ধকারে;- সেখানে সে পায়চারি করে
গাছের ছালের কাছে,- ছায়ার ভিতরে!

তথ্যকেন্দ্র। শারদ-সাহিত্য ১৪৩৭