নীলাভ আলোর আলোড়ন

যখন সকল প্রেম স’রে গেছে যেমন বৃশ্চিক সরে সিংহের থেকে
যখন সকল প্রিয় ম’রে গেছে- কয়েকটি জ্বালানির-কাঠ
নীরবে সংগ্রহ ক’রে সমস্ত বিকেল ভ’রে- মৃতপ্রায় অরণ্যের থেকে
রাত্রির আঁধারে আমি অগ্নির সম্মুখে ব’সে ভাঁড়সম্রাট
আমার নিজের কক্ষে- কোন সব হৃত বিদ্যা ফিরে চাওয়া মিছে
নিটোল পাথরগুলো আমাদের দৃষ্টিপথে কী ক’রে হারালো
এ-সব বিষয় নিয়ে নয় আর- প্রবীণের সাথে এই কথোপকথন:
কী ক’রে শীতের রাতে মৃত্যু ভেদ ক’রে
রয়েছে জ্বালানি-কাঠ- কর্কশ অগ্নির মুখে নীলাভ আলোর আলোড়ন।