নির্জন বালিশে

নির্জন বালিশে ক্লান্তি রজনীতে;- তুমি কি পারিতে দিতে, হে ধূসর শব
পৃথিবীর জল শুধু তা হলে কি হত, সখি, আমার পানীয়?
সকালবেলার রৌদ্রে লঘুপাখা মাছরাঙা তবে কি লাঘব
মনে হত?- প্রেমেরে আলোক ব’লে জানিতাম যদি আমি, প্রিয়!