নির্জন নীল রাত্রির আকাশ

সে এক নির্জন নীল রাত্রির আকাশ
একটা ধূসর মিনার আকাশের দিকে উঠে গিয়েছে
এক ভিড় তারা তার চূড়া ঘিরে দাঁড়িয়ে আছে
তোমার মুখের রূপ এক দিন পৃথিবীতে দেখেছিলাম ব’লে
আবছা বাতাসে ভেসে সেই নীল রাত্রির আকাশে স্থান পেয়েছি আমি
কোনও শব্দ নেই
কোনও সাঁকো নেই
পৃথিবীর মৃত একটা হরিণ- একটা প্রজাপতি-
লঘু মেঘের মতো ভেসে এসে নক্ষত্রের জ্যোৎস্নায় মিশে যায়