নির্জন শবাধার

মরুর বালুকা আর সমুদ্রের মুখ আর আকাশের আভা
গোপনীয় পর্দার মতো যেন রয়েছে বিসার
সহসা বাতাস আসে খরখোশ-চিহ্নহীন হৃদয়ের ঘাসে
বিপুল জনতা যেন ন’ড়ে ওঠে এক-আধ বার
বিহ্বল চিলের যেন মুখ তুলে মনে হয় কোথায় সে অগোচর সভা
সিন্ধুর সুদূর ঢেউ সাদা মর্মরের মতো রুদ্ধ হয়ে আছে
সমস্ত জ্যোৎস্না যেন একটি নির্জন শবাধার।