নীরবতা চাই

নীরবতা চাই- নীরবতা
জানি না সেখানে দানব এক ব’সে আছে- অথবা দেবতা
কোন এক ঘুমের পারের দেশে অবোধ হৃদয়
পৃথিবীর সম্রাজ্ঞীরে করিতেছে ক্ষয়
মৃত্তিকার মতো সাদা স্তব্ধ ব্যবহারে
ছড়ায়ে রয়েছে দীর্ঘ পথ
কোন দিকে চ’লে যায়?-
তুমি আর আমি তার ধূসর জগৎ
উত্তরিব এক দিন-
একরাশ বন হয়ে
তিতির-দম্পতি আর সজারুর সাথে
কড়ির মতন সাদা জ্যোৎস্নার রাতে।