নব হরিতের গান

চার দিকেতে হলদে কালো সাদা পৃথিবীর
ব্যসন বাতাস রক্ত কোলাহল
শান্ত ক’রে পথে মাঠে প্রাঙ্গণে ও ঘরে
মহাসরীসৃপের ছায়া পড়ে।

তবুও মাটি সাগর সূর্যে অমৃতস্বাদ আছে
জেনে মানুষ নিজেও হতে চেয়েছে সজ্জন;
ভাবনা ভাষা আবেগ কথা কাজ
নতুন নতুন চেতনা ও সত্যে হৃদয়মন

দান করেছে চীন বেবিলন কুরুবর্ষ গ্রীস;
মহাইউরোপের আমেরিকার ক্রান্তি গ’ড়ে
ইতিহাসের অনেক পর্ব ফুরিয়ে গেল, তবু
এখনও সে মরুভূমির ভোরে

দাঁড়িয়ে স্নিগ্ধ একখানা মেঘ চায়;
হৃদয়ে তার ভালোবাসার মেঘ কি তবু আছে?
মহাপ্রাণের বৃক্ষ ও তার পাখি তো বারবার
ভস্ম হয়ে জাগছে হরিৎ- নব হরিৎ গাছে।

একক। শারদীয় ১৩৬০