নদী

ক্ষুদ্র স্রোতস্বিনী ঐ যাইছে বহিয়া
কত শত জীবজন্তু বক্ষেতে ধরিয়া
স্রোতস্বিনী বহে ঐ কল-কল রবে
উতরিয়া কত দেশ সমুদ্রেতে যাবে।

সমুদ্রের পানে সদা ছুটিতেছে নদী
কুলু-কুলু রব করি বহে নিরবধি
কখনও বা বড়ো হয় কখনও বা ছোট
তরণী পোতাদি কত বহিতেছে মোট।

পর্বত প্রমাণ উঠে বীচিমালা কভু
কভু শান্ত ক’রে রাখে দয়াময় প্রভু
কত পোত মানুষ্যাদি করিছে ভক্ষণ
কখন করিছে নদী ভীষণ গর্জন।

উর্বর করিছে কত দেশ কত গ্রাম
নীরবে সে করিতেছে আপনার কাম
করিতেছে কত দেশ শস্যশালিনী
নীরবে করিছে নাহি একটিও বাণী।

২৭/৫/১৯১১