নদীর কিনার ছেড়ে

নদীর কিনার ছেড়ে এখন সন্ধ্যার বক উড়িতেছে ঘরের উদ্দেশে
তাহার একাকী ডাক: প্রেমে উষ্ণ- শুনি আমি আকাশের শিশিরের পথে
নেমেছে চড়াই এসে আলিসায় বিরহী হাওয়ার থেকে ভেসে

তাহার খড়ের নীড়ে এখন এসেছে উষ্ণ গল্পের সময়
তুমি তবু চুপ ক’রে আছ কেন অতিদূর মায়াবীর মতন জগতে
যেখানে রূপের জন্ম হয়, জানি, যেখানে প্রেমের জন্ম হয়

জানি আমি; আমি শুধু কথা বলি, কথা আর বলি না ক’- মনের আঁধারে
কথা নিয়ে খেলা করি- আমিও তোমার মতো, আমিও রাত্রির মতো হয়েছি নীরব
সারা-দিন শস্য অন্বেষণ ক’রে আমি পৃথিবীর বন্দরের ধারে

ঘুরিয়াছি;- যেমন ঘুরেছে চিল রৌদ্রে-রৌদ্রে- দিকে-দিকে সমুদ্রসারস
যেমন ঘুরেছে রুক্ষ সাগরের পথে-পথে- তার পর একে-একে সব
স্বপ্নের ডানায় ভেসে চ’লে গেছে,- অন্ধকার, ইচ্ছা আর শিশিরের রস

নিয়ে গেছে সঙ্গে ক’রে তাহাদের শান্ত উষ্ণ বিছানার তরে
আমিও এসেছি দেহ রৌদ্রে ছিঁড়ে- এলোমেলো রুক্ষ রক্ত-পথ বেয়ে-বেয়ে
আমিও চিলের মতো আসিয়াছি;- আসিয়াছি একেবারে নীড়ের ভিতরে

আমার এ-জীবনের,- যেইখানে কেউ নাই, শুধু সন্ধ্যা, নীরবতা, তুমি আর আমি
কেবল রাত্রির চুল, কেবল ঘাসের গন্ধ, কেবল ঘুঘুর ডাক নির্জন পৃথিবী আছে ছেয়ে
আর কেউ- কেউ নাই- শুধু রাত্রি, নীরবতা, তুমি আর আমি

নদীর কিনার ছেড়ে এখন সন্ধ্যার বক উড়িতেছে ঘরের উদ্দেশে
তাহার একাকী ডাক: প্রেমে উষ্ণ- শুনি আমি আকাশের শিশিরের পথে
নেমেছে চড়াই এসে আলিসায় বিরহী হাওয়ার থেকে ভেসে

তাহার খড়ের নীড়ে এখন এসেছে উষ্ণ গল্পের সময়
তুমি তবু চুপ ক’রে আছ অতিদূর মায়াবীর মতন জগতে
যেখানে রূপের জন্ম হয়, জানি, যেখানে প্রেমের জন্ম হয়-