নগরী বিকেলবেলা

নগরী বিকেলবেলা দেখা দিলে সূর্যাস্তের বিকেলের মেঘ
সকল সত্যের অবতার
তুমিই দিয়েছ ব’লে আমার এ-হৃদয়কে গোধূলির ঝলসানো আলো
(মানুষের) পৃথিবীতে পেয়েছি আকার

চেয়ে দেখি বিম্বিসার সম্রাটের আধো-অন্ধ বারান্দায় গিয়ে
বুদ্ধ’র উদ্দেশে দিন শেষ ক’রে এসেছে বিকেল
মেঘের স্ফুলিঙ্গে ফুটে ছাদে ও ছাদের ঢলে লোটন পায়রাগুলো
হয়েছে সোনার এনামেল।

সম্রাটের মুখের ধীশক্তি চুপে দেখা দেয়- রূপসি বিমনা হয়ে ধীরে
খুলে ফেলে বিড়
চোখের তারায় তার ললনার শান্তি হলে- বাঘ
সম্রাটের চোখে জ্বলে বাঘিনির মতন নিবিড়।

(ভয়াবহ ভাবে প্রতীকী প্রেমিক: তার নারীর প্রতি)