নক্ষত্রের অসংযম

মাথার উপরে অই লক্ষ নক্ষত্রের অসংযম
কেমন বিধৃত হয়ে র’য়ে গেছে অবিকল মাত্রার ভিতরে
আমার হৃদয়ে শোক স্তব্ধ হয়ে প্রকাশের ভাষা
আমার হৃদয়ে তৃপ্তি কোনও এক শব্দের পিপাসা
পেতে গিয়ে নিওলিথ-কীলকের হিম পরিভাষা
ধ’রে থাকে। নক্ষত্রেরা নিজেদের রুপালি আগুনে
পরিষ্কার স্ফটিকের মতো উচ্চারণ ক’রে যায়
প্রতিটি নিথর শব্দ- মানুষের অমায়িক দৃষ্টিকোণে এসে
ঐ সব প্রেমিকেরা ধরা দেয়; যেন কোনও নারী ভালোবেসে
তাদের এনেছে ডেকে, তা না হলে ধোঁয়া হয়ে ফেঁসে
মানবী হারায়ে যেত নরকের মতো নিরুদ্দেশে।