নক্ষত্র, কেমন ক’রে জেগে থাক

নক্ষত্র, কেমন ক’রে জেগে থাক তুমি অই আকাশের শীতে!
যখন সকল বাতি নিভে যায়, নক্ষত্র কেমন ক’রে জ্বলো!
আমাদের দ’লে যায় মৃত্যু এসে অন্ধকারে; তারপর, তারে তুমি দলো;
তোমারে তবুও মৃত্যু আমাদের মতো ক’রে একবার চেয়েছে দলিতে!
হিম হাওয়া অন্ধকারে পৃথিবীর রুগ্ন বিরহীরে ব্যথা দিতে
চ’লে আসে,- সে বেদনা কোনও দিন বুকে তুমি পেয়েছ কি বলো?
তুমিও জেনেছ ব্যথা হে নক্ষত্র,- নিঃশব্দে তবুও পথ চলো;
যে ফসল ঝ’রে যায় তার মতো আমাদের হতেছে ফলিতে!

অন্ধকার পৃথিবীর দিকে চেয়ে কখন জেগেছে বুকে ভয়;
সবুজ পাতার গন্ধে ফুটে ওঠে হলুদ পাতার মতো প্রাণ
এইখানে;- কাস্তে হাতে চারিদিকে ফিরিতেছে এখানে সময়!
দিনেরে ডাকিছে রাত্রি,- মৃত্যু এসে জীবনেরে করিছে আহ্বান
এইখানে;- কখন ফুরাতে হয়,- কখন থামিয়া যেতে হয়-
এই ভয়ে নক্ষত্র তোমার চোখ কোনও দিন হয়েছে কি ম্লান!