নক্ষত্র-ত্রয়ী

প্রথম নক্ষত্র:
যখন শাক্যের জন্ম হয়েছিল নির্জন প্রহরে
অনুভব ক’রে নিয়ে আমি
আকাশের মেষ-রাশি খুঁজে নিয়ে চুপে
সেখানে হলাম অস্তগামী।

দ্বিতীয় নক্ষত্র:
অনেক দেখেছি আমি পাহাড়ের শৃঙ্গের পারে
সবুজ রঙের ভিজে সমুদ্রের ছায়ার ভিতরে
মানুষের জন্মমৃত্যু শুদ্ধ হয়ে গেলে
হৃদয় এ-সব কথা অনুভব করে।

তৃতীয় নক্ষত্র:
বুদ্ধদেবের জন্ম মরণের আগে এসে হল
এখন বিচার ক’রে ভেবে দেখি আর-এক সময়
আমিই তাহার পিতা- সন্তানের মতো জন্মে- আজও
এ-সব গ্রন্থির পথে পেতেছি ত্রয়ীর পরিচয়।