নরক-চংক্রমণ

আমরা প্রবীণ যত হয়ে উঠি ক্রমে
তত বাড়ে মৃতদেরও মনের প্রত্যাশা
নকশি-কাঁথার রেখা হতেছে সঙ্কুল
ক্রমেই জটিল হয় মানুষের ভাষা

ক্রমেই বিস্ময় তবু পুরু হয়ে ওঠে?
নিভোনো প্রদীপগুলো দূর থেকে বলে
প্রত্যাখ্যাত দীপ ছেড়ে তবুও জীবন
ধরা পড়ে আজকের সূর্যের কবলে

এই আলো চতুরাস্র হয়ে উঠে ক্রমে
তবুও কি অন্ধকারে পেয়ে যাবে লয়
এ-আলোক অনেক শানিত অভিজ্ঞতা
এ-আলোকে আমাদের মনের বিনয়

তাই সব প্রান্তরের গুল্ম থেকে অকৃত্রিম হাসি
ধীরে-ধীরে প্রকাশিত হয়ে ওঠে আভার মতন
যেন মৃত ফ্রান্সিসের হিংসা শেষ হল এত দিনে
যেন মৃত যাজ্ঞবল্ক্য ফুরাল নরক-চংক্রমণ।