অদ্ভুত আবছা মূর্তি

অদ্ভুত আবছা মূর্তি বুকে টেনে নিয়ে
ব-দ্বীপ ও বন্দরের দিকে এই মনোহীন সাগর
হৃদয়ের যাত্রা তারচেয়ে আরও দূর-
দূর কাঁটা, কম্পাসের দিকচিহ্ন সব
একদিন যা’কিছু শুদ্ধ ব’লে মনে হয়েছিল
সেসব এখন আর স্থির
নির্ধারিত সত্য নয় জেনে
আলো বেড়ে গেছে ব’লে- আবছায়া
বেড়ে গেছে,- তবু- আলো কমিয়ে দেবার কথা নয়
আলো আরও বাড়ালে ভয়াল পতঙ্গ সব ঘিরে রবে
শত্রুদের দণ্ড আরও বেড়ে যাবে
অচিহ্নিত বড়ো অন্ধকার সব দেখা দেবে
হয়তো আগুনে পরিণত হ’য়ে যাবে আলো-
হে হৃদয়, তবুও আধারদর্শী সাহসিকতার দরকার
দূর থেকে আরও দূরে যাত্রার প্রয়োজন আছে
ভুল ছেড়ে অন্য এক শুদ্ধ কেন্দ্রে গিয়ে
তাও ঠিক শুদ্ধ নয়- কি হবে দাঁড়িয়ে
জন্মের আগে যেই কুজ্ঝটিকা ছিল
মৃত্যুর পর যেই অন্ধকার নিঃশব্দতা রবে
সেই সব কিছু নেই মনে ক’রে ভেদ ক’রে চ’লে যেতে হবে
শিশু সূর্যে হৃদয়কে ভ’রে
মধ্যবয়সী শেষ স্থবির গভীর সূর্যে বারবার সূর্য ভেঙে-গ’ড়ে
চলেছে নতুন।