অগণন শবের পাশে

অগণন শবের উপরে
নগরী দাঁড়ায়ে আছে- নগরীর ‘পরে
সিঁড়ির উপরে তারা উৎকণ্ঠায় অদৃশ্য চিলের
ডানায় ভোরের আলো প্রতিফলনের মতো
নিখিলের কাছে এক মুহূর্তের মতো শুধু স্বাক্ষরিত হ’য়ে
সহসা সত্যের মতো শতাব্দীর সব অর্ধসত্যের উপরে
অনলে উজ্জ্বল লিঙ্গ শরীরের উপরে মানব বলে প্রমাণিত হ’য়ে
দাঁড়িয়ে রয়েছে- তবু হারিয়ে গিয়েছে- নেই
আমাদের সময়ের অবিরল অসম্ভব মৃত্যুর ভিতরে
তারা সব- তাহাদের কেউ আজ নেই।
আমি চলি, আমি বলি চারিদিকে শুধু
অন্ত্যেষ্টির- অন্ত্যেষ্টির- প্রতিধ্বনিময় শব্দ হয়৷