ঐ দূর প্রাচীরের পর

ঐ দূর প্রাচীরের পর
নীল আকাশের নিচে- সোনার গুঁড়ির মতো রোদের ভিতর
পায়রারা

কোথায় মিশরে যেন ইহাদের দেখিয়াছি
ভোরের উজ্জ্বল রোদে যখন গিয়েছে ভ’রে শহরের খিলান মিনার
এমনই ধবল ডানা সারি-সারি বিস্ময়ে দেখেছে দূরের পিরামিড
তখন উঠেছে জেগে শহরের কোলাহল নটী নারী রূপ জয় রক্তাক্ততা বেদনার স্বর

পথে-পথে যেন এক রুক্ষ সেনেটুর
ডাকিতেছে

জীবন শুধু কি শান্তি? জীবন শুধু কি প্রেম? জীবন জীবাণু
তোমরা ভোরের রোদে মিশরের এক দিন সেই শিহরণ
জেনেছিলে

হুউক মিশর রোম দিল্লি বেবিলনে
শতাব্দীর থেকে শুধু শতাব্দীর পারে
আমিও ঘুরেছি যেন পাখিদের মতো এই- তাহারাও দেখেছে আমারে

যেখানে আকাশ রাঙা নীল ফেনা ডাঙার রৌদ্রের ফাঁকে টায়ারের সিন্ধুর মতন
সেখানে গড়েছি আমি এশিরিয়া- আমিই গড়েছি বেবিলন
আমিই গড়েছি এই আমার জীবন

সেইখানে নাই কোনও ছবি রূপ ব্যথা রক্ত বিমর্ষতা আকাঙ্ক্ষার তল
তবুও ভোরের রোদে উজ্জ্বল ধবল
পায়রারা রহিয়াছে।