অম্লানবদনে তারা

অম্লানবদনে তারা সারা-দিন কথা ব’লে যায়
দৈনিক কাগজগুলো- প্রতি দিন ভোরে
সূর্যের আলোর নিচে সে-সব ভাষণ
ধ’রে রাখে পরিষ্কার ক’রে।

মনে হয় বক্তৃতার মঞ্চে যাহা
কান দিয়ে শুনে খুশি হয়েছিল মন
সে-সব হজম হয়ে গেছে ভেবে
করি নিজে গলাধঃকরণ

নিকটে ভোটের দিন রয়ে গেছে
কল্পতরু সে-সব দিন আরও ঢের দূরে
বিকেলে পায়ের ধুলো শেষ হলে
ভুলে গেছি- আগেই দুপুরে

সেই সব রাজনীতিজ্ঞের ভিড়
আড়চোখে দেখেছিল ফাঁকি?
কোটের পকেটে তবু তাহাদের
গণসাধারণ হয়ে জিতে আছি না-কি?