অন্ধকার দালানের সিঁড়ি

কোনও এক অন্ধকার দালানের সিঁড়ি
এইখানে নীরবতা যেন এক ঢেউ
তবুও এখানে কোনও তিথি নেই
প্রাণ নেই
এখানে মানুষ নেই কেউ

এখানে সিঁড়ির ‘পরে- অন্ধকারে- আমি
ওপরের ঘরে যাব?
ফিরে যাব রাস্তায় নেমে?

চুরুট জ্বালাই চুপে
তবু এই অন্ধকার ঢেউয়ের ভিতর
জল নেই
প্রাণ নেই
নেই- নেই- সেই
অনাদির মীন-অবতারও নেই- নেই।

নেই- নেই- নেই

তা হলে কেন-বা অগণন অন্ধকার সিঁড়ি
আমার পৃথিবী, প্রেম, প্রশ্ন, প্রাণ রাখছে ঘিরে
রয়ে গেছে
কোথাও পারি না যেতে কোনও দিন
কেন এই অন্ধকার ছিঁড়ে।