অন্ধকার রাতে

কার যেন বাগানে
সেখানে উঁচু-উঁচু গাছ সব
তাদের দীর্ঘ- আচ্ছন্ন- পৃথিবীর মানুষদের প্রতি সাময়িক ব্যবহার
কিন্তু তবুও আমি আবার চুরি ক’রে
কয়েকটা নির্জন লিলিগাছের নিকটে গিয়ে দাঁড়ালাম
সেই অন্ধকারে
মিষ্টি উদাসীন হিম করবীর ফুল
কোথায় যেন আমাকে জেনেছে ব’লে
দু’-এক ফোঁটা শিশিরের শব্দে স্বীকার করল
কিন্তু ছাদের উপর একটা বিড়ালের হাসির মূঢ়তার ভিতর
পৃথিবীর পবিত্র ভোর জেগে উঠল।