অন্ধকার রজনীরা

অন্ধকার রজনীরা আসে নাই নির্বাণের সিন্ধুকের থেকে
এলাচির পরিব্যাপ্ত ঘ্রাণ যেন এইখানে- দেবদারুদের মতো দীর্ঘ স্বাদ
নির্জন চিন্তার রূপ ধ’রে যেন তীর আছে ঢেকে
এই সব রাত্রিদের- যেন কোনও মুখের প্রতিভা তার সাধ
সারা-দিন খুঁজেছিল- অনেক উজ্জ্বল বই, পাতা, ছবি নেড়ে
শিশুদের হাসি ছেনে- মাছরাঙাদের সাথে তীক্ষ্ণ রৌদ্রে ভেসে
বিজাপুরি চটি পায়ে পৃথিবীর পরিষ্কারতম রক্ত ছেড়ে
কেশবতী চ’লে গেল মোম-হাতে তবু কোন সূর্যাস্তের শেষে।